রাজধানীতে হেলে পড়েছে ভবন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজধানীর রূপনগর আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার দুপুর ২টার দিকে ২০ নাম্বার রোডের ৪৭ নাম্বার ভবনটি হেলে পড়ে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলে। ভবনটির নিচতলার একটি জানালা ভেঙে গেছে।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনে বসবাসরত লোকজনকে অনত্র সরিয়ে ভবন খালি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় রাজউকের একটি দল ঘটনাস্থলে এসেছেন। তারা ভবন হেলে পড়ার কারণ তদন্ত করছেন। এছাড়া পুলিশ তাদের সহযোগিতা করছে।

পরিদর্শক মাহবুব জানান, ভবনের মালিক বিদেশ থাকেন। ভবন মালিকের এক নিকট আত্মীয় এটি দেখাশোনা করেন। তিনিও কিশোরগঞ্জে থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ