ইউক্রেইনে শান্তি চুক্তি, দ্রুত নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইউক্রেইনে রক্তক্ষয়ী সংঘাত নিরসনে সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি চুক্তি হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।
এক্ষেত্রে তিনি দ্রুত নির্বাচন দিতেও রাজি হয়েছেন। সেক্ষেত্রে তিনি বছর শেষের আগেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন।
ইউরোপীয় ইউনিয়নভূক্ত তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় রাতভর আলোচনার পর শুক্রবার প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এ ঘোষণা দেন। ফ্রান্স, পোল্যান্ড এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেইনের সরকার এবং বিরোধীদের মধ্যে এ আলোচনায় মধ্যস্থতা করেন।
প্রেসিডেন্ট বলেন, তিনি জাতীয় ঐকমত্যের সরকার দিতে রাজি এবং প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধান পরিবর্তনেও কোনো আপত্তি নেই।
শান্তি ফেরাতে এ চুক্তিতে সরকার ও বিরোধী পক্ষ স্বাক্ষর করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম সংবাদ প্রচার করে।
২০১৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ইইউ’র সঙ্গে প্রস্তাবিত একটি বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাতিল করে। পরিবর্তে তিনি রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।
এরপর গত বৃহস্পতিবার দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘর্ষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় গত মঙ্গলবার থেকে চলমান সহিংসতায় এ পর্যন্ত ৭৭ জন নিহত এবং ৫৭৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে। তবে আন্দোলনকারীরা এ সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।