পপির অভিযোগ এ কামু’র অস্বীকার
সেন্সরে আটকে যাওয়া ‘দ্য ডিরেক্টর’ ছবির পরিচালক কামরুজ্জামান কামুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন চলচ্চিত্র নায়িকা পপি। চলচ্চিত্র নয়, বরং নাটকের নাম করে ‘দ্য ডিরেক্টর’ এর শুটিং করা হয়েছে বলে অভিযোগ তোলেন পপি। আর ছবিটি আটকে দেয়ায় সেন্সর বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
অভিযোগে পপি বলেন, “কয়েক বছর আগে ‘দ্য ডিরেক্টর’ নামে একটি টিভি নাটকে কাজ করেছি। ওই নাটকটি এখন চলচ্চিত্র নাম দিয়ে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে। মাত্র দুই দিন আমি এতে শুটিং করেছি। এই দুই দিনের শুটিংয়ে কিভাবে একটি চলচ্চিত্র নির্মাণ সম্ভব তা আমার বোধগম্য নয়। এভাবেই প্রতারণা করে শিল্পীদের ঠকানো হচ্ছে। মানহীন এসব কাজের কারণেই আজ দর্শকরা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।” ছবিটি সেন্সর বোর্ডে আটকে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “ছবিটিকে ছাড়পত্র না দিয়ে সেন্সর বোর্ড বিজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এর জন্যে ধন্যবাদ জানাচ্ছি সেন্সর বোর্ডকে।
পপির এ অভিযোগের প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান কামু বলেন, “এটা ভিত্তিহীন অভিযোগ। ডিজিটাল চলচ্চিত্রের কথা জানিয়ে পপিকে এ ছবিতে কাস্ট করা হয়েছে। চলচ্চিত্রের নায়িকার ভূমিকায় ছোট একটি চরিত্রে পপি এতে অভিনয় করেছেন। চরিত্রটির জন্যে ৪ দিনের সিডিয়্যুল থাকলেও ৩ দিনের মধ্যেই আমরা চরিত্রটির শুটিং শেষ করেছি। এর জন্যে যথাযথ পারিশ্রমিকও তাকে দেয়া হয়েছে। কেন বা কি কারণে তিনি এখন এ কথা বলছেন তাতে অবাক হচ্ছি।” পপির ওপর অভিযোগ করে তিনি বলেন, “পপিকে কাস্ট করার বিষয়ে বরং আমি তরুণ পরিচালকদের সাবধান করতে চাই। মোবাইল ফোন বন্ধ করে রাখা আর শুটিংয়ের সময় দেরিতে আসা এবং সিডিয়্যুলের সময় পরিবর্তন করা নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।”