সোনালী ব্যাংক লুটের মূল পরিকল্পনাকারী গ্রেফতার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা লুটের মূল পরিকল্পনাকারী সিরাজকে আটক করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) এর গোয়েন্দা দল।
শনিবার ভোররাতে ভৈরবের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। সিরাজ টাকা লুটকারী সোহেলের মামা শ্বশুর। সোহেল গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে পরিকল্পনাকারী হিসেবে সিরাজের নাম উল্লেখ করে। তারপর থেকে র্যাব তাকে আটক করার জন্য অভিযান্ চালিয়ে যাচ্ছিল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান সিরাজকে আটকের বিষয়টি এবিসি নিউজ বিডিকে নিশ্চিত করে জানান, তাকে ঢাকা আনা হচ্ছে।
গত ২৪ জানুয়ারি কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে টাকা লুটের এ ঘটনা ঘটে। এর দুদিন পর ঢাকার শ্যামপুরের একটি বাসা থেকে ঘটনার নায়ক সোহেল ও সহযোগী ইদ্রিছকে ১৬ কোটি ১৯ লাখ টাকাসহ গ্রেফতার করে র্যাব।