মিসবাহরা আসছেন সন্ধ্যায়
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেজে উঠেছে এশিয়া কাপের দামামা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজির মাঝেই আজ বাংলাদেশে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে এখানে পৌঁছানোর কথা মিসবাহ-উল হকের দলের।
এদিকে, ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেশে রেখেই আসছে ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি ঢাকায় এসে পৌঁছাবে আগামীকাল দুপুর সোয়া ১২টায়। আর মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন আফগানিস্তানের আসার সূচি আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায়।
দেশ ছাড়ার আগে লাহোরের সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সমীহ ঝরেছে পাকিস্বানি অধিনায়ক মিসবাহর কণ্ঠে, ‘দেশের মাটিতে বাংলাদেশ খুব বিপজ্জনক দল। আগের এশিয়া কাপে ওরা দুর্দান্ত খেলেছে। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল।’
মিসবাহর কাছে যদিও কোনো দলই পরিষ্কার ফেভারিট নয়। তবে সবশেষ দুটি ওয়ানডে সিরিজের সাফল্যে নিজেদের একটু এগিয়ে রাখছেন তিনি। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা দলের প্রতি শ্রদ্ধা রেখেই লাহোরে শেষ দিনের অনুশীলন শেষে তিনি বলছিলেন, ‘আমার কাছে সব দলই ফেভারিট। তবে সবশেষ দুটি সিরিজ জেতায় আমরা খানিকটা হলেও সুবিধাজনক অবস্থানে থাকব।