শেখ হাসিনা ভুলে মালবাহী ট্রেনে উঠেছেন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে’ সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘আমরা নাকি ট্রেন মিস করেছি। আমি বলব, আমরা কোনো ট্রেন মিস করিনি। শেখ হাসিনা ভুল করে মালবাহী ট্রেনে উঠে গেছেন। আমরা জনগণের ট্রেনে ওঠার অপেক্ষায় আছি। সে ট্রেন এখনও আসেনি।’
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গত ৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান হাসিনার সরকার একটি অসাংবিধানিক, অস্বাভাবিক সরকার। তারা জনগণের ভাষা বুঝতে চায় না বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশারফ হোসেন।
তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের গলা চেপে ধরেছে। জনগণের বুকের ওপর চেপে বসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দেলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে টেনে নামানো হবে।’
সরকারের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, ‘পাকিস্তানি শাসক গোষ্ঠী যেভাবে আমাদের অধিকার হরণ করেছিল ঠিক তেমনি এই ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছে।’
তিনি বলেন, ‘আজ দেশে সত্য কথা বলতে গেলে তাকে হামলা-মামলা, গুম-খুন, নির্যাতনের শিকার হতে হয়। দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। দেশে আজ যুগসন্ধি চলছে। এমন অবস্থা এর আগেও হয়েছিল এই আওয়ামী লীগের আমল।’
খন্দকার মোশাররফ বলেন, ‘অতীতেও আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা হয়েছে। তারা ৭৫’ সালে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। আজও তারা গণতন্ত্রকে হত্যা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তারই উত্তরসুরী খালেদা জিয়া আজ আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।’
আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘অনেকে বলে খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হয়েছে। বেগম জিয়ার আন্দোলন ব্যর্থ হয়নি। ৫ জানুয়ারি ১৫৩টি আসনে কোনো প্রার্থী অংশ না নিয়ে খালেদার আন্দোলন প্রথম সফলতা দিয়েছে। আর দ্বিতীয় সফলতা হচ্ছে, যে ১৪৭ আসনে নির্বাচন হয়েছে তাতে দেশের জনগণ কোনো ভোট দেয়নি।’
৫ জানুয়ারীর নির্বাচন নিয়ে ড. মোশাররফ বলেন, ‘এদেশের মুনুষ যেভাবে ৫ তারিখের নির্বাচন গ্রহণ করেনি তেমনি ভাবে বিশ্ব সম্প্রাদয়ও এই নির্বাচন গ্রহণ করেনি। জাতিসংঘসহ সবার অংশগ্রহণে আবার নির্বাচনের আহ্বান জানিয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করেছে। ৫ তারিখের বিনা ভোটের নির্বাচন দেশের জনগণের সাথে একটি তামাশা। এটা কোনো নির্বাচন নয় এটি একটি প্রহসন।’
জাসাসের সভাপতি এম এ মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাসাসের সাধারণ সম্পাধক মনির খান, কবি আল মাহমুদ প্রমুখ।