২৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বেধে দেওয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করেছে শ্রীলঙ্কা। ৫ ওভারে ২৩ রান করে সফরকারীরা।
৫০ ওভারে ৮ উইকেটে ২৪০ করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন সাঈফুল ১৫ রানে, তার সঙ্গে ছিলেন সানি ১।
শুরুটা দেখেশুনে করেও ষষ্ঠ ওভারেই আউট হয়ে ফিরেছেন ওপেনার এনামুল হক। তার পথ ধরেই সাজঘরে ফিরে গেছেন শামসুর রহমান শুভ। সম্ভাবনা জাগিয়ে বিদায় নিয়েছেন মমিনুল। এরপর সাজঘরে ফিরেছেন অধিনায়ক মুশফিক, নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ, নাসির ও সোহাগ গাজী।
১৩ বলে ২৩ রান করে পেরেরার বলে বোল্ড হন সোহাগ গাজী। লাকমালের বলে ক্যাচ আউট হন নাসির হোসেন। ৪৩ বলে ৩৮ করেন তিনি। ১২ বলে ৫ রান করেন মাহমুদুল্লাহ। লাকমালের বলে ক্যাচ আউট হন তিনি। ৫৫ বলে ৩২ রান করে প্রসাদের বলে ক্যাচ আউট হন নাঈম ইসলাম। ৩৭ বলে ৩০ রান করে একইভাবে আউট হন মুশফিক। এর আগে ৬০ বলে ৬০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন মমিনুল। এর আগে ধাম্মিকা প্রসাদের বলে উইকেটের পেছনে চান্দিমালকে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৬ বলে ২ করা এনামুল। আর ২৫(৪৪) করে প্রাসাদের বলে একে পেরারার হাতে ক্যাচ দেন শামসুর। ২০১২ সালের মার্চের পর ওয়ানডেতে ফিরেছেন প্রসাদ। প্রত্যাবর্তনটা স্মরণীয় করলেন তার প্রথম ওভারেই উইকেট নিয়ে।
চোট পাওয়া মাশরাফি ছিটকে গেছেন শেষ ম্যাচ থেকে। একই কারণে প্রথম দুই ম্যাচের মত নেই তামিম ইকবালও। মাশরাফির জায়গায় দলে এসেছেন পেসার শফিউল ইসলাম। আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সাকিবের জায়গায় ফেরানো হয়েছে নাঈম ইসলামকে।
শ্রীলঙ্কায় নেই ‘বিগ থ্রি’ সাঙ্গাকারা,জয়াবর্ধনে ও দিলশান। তিনজনই ফিরে গেছেন দেশে। তবে এশিয়া কাপের আগে ফিরে আসবেন তারা। শেষ ওয়ানডেতে বাদ পড়েছেন অজন্থা মেন্ডিসও।
বাংলাদেশ : শামসুর, এনামুল, মমিনুল, মুশফিক, নাঈম, মাহমুদুল্লাহ, নাসির, সোহাগ, সানি, শফিউলও রুবেল।
শ্রীলঙ্কা : কুশল, থিরিমান্নে, চান্দিমাল, প্রিয়ঞ্জন, ভিথাঙ্গে, ম্যাথুস, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো পেরেরা, সেনানায়েকে, প্রসাদ ও লাকমল।