প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন রানা ও বৃষ্টি

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন সঙ্গীতশিল্পী এইচ এম রানা ও রাইয়ান বৃষ্টি। রেজাউর রহমান রিজভীর লেখা ‘এলোমেলো’ শিরোনামের একটি গানে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের একটি স্টুডিওতে কণ্ঠ দেন তারা । গানটির কথাগুলো এমন- ‘তোমাকে দেখার প্রথম মুগ্ধতা/ ছুঁয়ে যায় এই আমায়/ গোধূলী বেলায় তোমার স্মৃতি/ এলোমেলো করে যায়।’ গানটির সুর করেছেন এইচ এম রানা ও সংগীত করেছেন নাসিফ অনি। ‘এলোমেলো’ গানটি এইচ এম রানার দ্বিতীয় একক অ্যালবাম ‘রানার’-এ থাকবে বলে জানিয়েছেন ‍শিল্পী ।

গানটি প্রসঙ্গে এইচ এম রানা বলেন, ‘২০১২ সালে আমার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’ প্রকাশ হয়। এ বছর প্রকাশ হবে আমার দ্বিতীয় একক অ্যালবাম ‘রানার’। ‘এলোমেলো’ গানটি আমার এই অ্যালবামে থাকবে। আমি ওয়ের্স্টান প্যাটার্নের ঢঙে গানটি করেছি। উপরন্তু গানটির সুর ও সঙ্গীতে যথেষ্ট ভ্যারিয়েশন রাখা হয়েছে। আশা করছি সঙ্গীতপ্রেমী ও সমালোচকদের কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।’

রাইয়ান বৃষ্টি বলেন, ‘বাংলাদেশ আইডল’ শেষ হওয়ার পর এটাই আমার প্রথম কোন কাজ। ‘এলোমেলো’ গানটির কথা ও সুর বেশ চমৎকার। আশা করছি শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’

উল্লেখ্য, এইচ এম রানা ও রাইয়ান বৃষ্টি যথাক্রমে এনটিভির ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ও এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ সঙ্গীত প্রতিযোগিতার শীর্ষ দশে ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ