বাংলাদেশের কারণে ত্যক্ত-বিরক্ত আসাম!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  গুজরাটের কসাই হিসেবে পরিচিত উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন বাংলাদেশের কারণে ত্যক্ত-বিরক্ত ভারতের সীমান্তবর্তী প্রদেশ আসাম। মানবাধিকার লঙ্গনের দায়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশে বাধা পাওয়া মোদি বলেন, বাংলাদেশি অভিবাসীদের কারণে সমস্যায় জর্জরিত আসাম।

শনিবার আসামে এক নির্বাচনি জনসভায় মোদি বলেন, আসাম বাংলাদেশের পাশে অবস্থিত। ফলে দেশটি থেকে আসা অভিবাসীদের কারণে আসামবাসী বিরক্ত। অন্যদিকে পাকিস্তানের পাশে অবস্থিত গুজরাট রাজ্য। ফলে গোটা পাকিস্তান মূখ্যমন্ত্রী হিসেবে তার কারণে তটস্থ। নিজের উদ্ধতভাব প্রকাশ করে এমন মন্তব্য করলেন গুজরাটের কসাই হিসেবে পরিচিত মোদি।

তিনি বলেন, আসামের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এসব সমস্যা নিয়ে বেঁচে থাকতে চান কিনা। তার আশ্বাস বিজেপি বা এনডিএ জোটের সরকার গঠনের সাথে সাথেই সব আটক ক্যাম্প গুড়িয়ে দেয়া হবে। এ বিষয়ে নিজের উপর আস্থা রাখার জন্য সবাইকে আহবান জানান মোদি।

বিনাবিচারে আটক রাখার জন্য ডিটেনশন ক্যাম্প করে সরকার মানবাধিকার লঙ্গন করছে বলে উল্লেখ করেন মোদি। এসব ক্যাম্প তার ক্ষমতা নেয়ার সঙ্গে সঙ্গে গুড়িয়ে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের থাকার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ