সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে আশরাফ বাহিনী প্রধান নিহত
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলার শ্যামনগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আশরাফ বাহিনীর প্রধান আশরাফ ওরফে রাঙা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন পাখিমারা এলাকায়এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, রাত ৩টার দিকে সংঘবদ্ধভাবে ডাকাতির চেষ্টাকালে পুলিশের টহল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বাহিনী প্রধান আশরাফ ওরফে রাঙা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
ওসি আরও জানান, আশরাফের বিরুদ্ধে সুন্দরবন এবং তৎসংলগ্ন এলাকায় বনদস্যুতা ও জলদস্যুতার ২০টি মামলা রয়েছে এবং একটি মামলার ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপালের মর্গে পাঠানো হচ্ছে।