বেশি উইকেট রুবেলের রান মুশফিকের

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  হতাশার একটা সিরিজই কাটল বাংলাদেশের। সেই ২০১১ সালের পর প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতে হল কোন দলের বিপক্ষে। তারপরও বাংলাদেশের অনেক ক্রিকেটারই ব্যক্তিগত সাফল্যে উদ্ভাসিত ছিলেন এ সিরিজে। পেসার রুবেল হোসেন তো উইকেট শিকারের তালিকায় রয়েছেন শীর্ষেই। ম্যান অব দ্য সিরিজ সাচিত্রা সেনানায়েকের উইকেট যেখানে ৫টি সেখানে রুবেল পেয়েছেন ৭ উইকেট।

অধিনায়ক মুশফিকুর রহিম রান সংগ্রহে যৌথভাবে শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারার সাথে। দুজনেরই রান সমান ১৩৬। তবে মুশফিকের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন সাঙ্গাকারা।

সেরা ৫ ব্যাটসম্যান:

ব্যাটসম্যান  ম্যাচ ইনিংস রান  সর্বোচ্চ গড়     ১০০/৫০

কুমার সাঙ্গাকারা ২ ২    ১৩৬  ১২৮  ৬৮.০০    ১/০

মুশফিকুর রহিম    ৩   ৩    ১৩৬  ৭৯   ৪৫.৩৩    ০/১

কুশল পেরেরা ৩   ৩    ১৩৪  ১০৬  ৪৪.৬৬    ১/০

মমিনুল হক  ৩   ৩    ১১৯  ৬০   ৩৯.৬৬    ০/১

আসান প্রিয়াঞ্জন   ৩   ৩    ৮৮  ৬০   ৪৪.০০      ০/১

সেরা ৫ বোলার

বোলার            ম্যাচ    ওভার     রান উইকেট     সেরা

রুবেল হোসেন        ৩   ২৮ ১৮২ ৭   ৩/৭৬

সাচিত্রা সেনানায়েকে ৩     ২৬ ১১২ ৫   ২/৩৩

থিসারা পেরেরা       ৩   ২৪ ১১৪ ৪   ২/৪০

ধামিকা প্রসাদ        ১   ১০ ৪৯  ৩   ৩/৪৯

সাকিব আল হাসান ২      ১৭ ৭৫  ৩   ২/২৯

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ