ফলাফল পক্ষে নেওয়ার চেষ্টা করছে আ’লীগ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  আওয়ামী লীগ নির্বাচন না করে নির্বাচনী ফলাফলকে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘উপজেলা নির্বাচনে সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার হরণ করছে।’

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, ‘ওনার কথায় জনগণ লজ্জা পায়। উনি পান কিনা জানি না।’

প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মিথ্যাচার করে বিএনপির নেত্রী খালেদা জিয়া জাতীয় নির্বাচন বর্জন করেছিলেন। এখন উপজেলা নির্বাচনে এসেছেন। তিনি যে থুতু খাবেন না বলে ফেলে দিয়েছিলেন, সেই থুতুই আবার চেটে খেলেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রিজভী আহমেদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ