তৃষ্ণা মেটাতে গোখরার রক্ত পান
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ থাইল্যান্ডে ‘কোবরা গোল্ড’ নামের একটি সামরিক প্রশিক্ষণে মার্কিন সেনারা তৃষ্ণা মিটাতে গোখরা সাপের রক্ত পান করেছেন। থাইল্যান্ডে সাতটি দেশের ৯ হাজারের বেশি সেনা ‘কোবরা গোল্ড’প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এর অংশ হিসেবে সেনারা গোখরা সাপের রক্ত পান করেন।
প্রতিবছরই থাইল্যান্ডে কয়েকটি দেশের যৌথ প্রশিক্ষণ চলে। এবারের প্রশিক্ষণ কার্যক্রমে প্রথমবারের মতো চীনও অংশ নিচ্ছে। সেনারা পদাতিক কৌশল, চিকিৎসাসেবা, জঙ্গলের মাঝপথে বেঁচে থাকার মতো কাজ হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন।
প্রশিক্ষণকালেই মার্কিন সেনাদের স্থানীয় থাই প্রথা অনুসরণ করে গোখরা সাপের রক্ত পান করতে দেয়া হয়। প্রশিক্ষকরা জানিয়েছেন, ‘যেখানে পানি নেই, সেখানে সাপের রক্তও তরলের উৎস হতে পারে।
মার্কিন মেরিনের ল্যান্স কর্পোরাল জোনাথন ক্যাভানেস বলেছেন, ‘গোখরার রক্ত দিয়ে পানিশূন্যতা মোকাবিলার পন্থা আমরা শিখেছি।