ছিনিয়ে নেয়া জেএমবির সদস্য রাকিব গ্রেফতার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া জেএমবির তিন সদস্যর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়, রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুর থেকে রাকিব হাসান নামের জেএমবির এই সদস্যকে গ্রেফতার করা হয়।
রাকিব হাসানের (৩৫) বাড়ি জামালপুরের মেলান্দহের বংশীবেল এলাকায়। তিনি জেএমবির শূরা সদস্য। তার বিরুদ্ধে ৩০টি মামলা আছে; এগুলোর মধ্যে একটিতে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আরেকটি মামলায় তার যাবজ্জীবন ও আরও একটি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে।
সকাল সাড়ে১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজনভ্যানে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। এক উপপরিদর্শকসহ (এসআই) আহত হন প্রিজনভ্যানে থাকা পুলিশের তিন সদস্য।
বাকি দুই আসামির মধ্যে সালাউদ্দিন ওরফে সালেহীনের (৩৮) বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। তিনি জেএমবির শূরা সদস্য। তার বিরুদ্ধে ৪২টি মামলা আছে, এর মধ্যে তিনটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
বোমা মিজানের বাড়ি (৩৫) জামালপুর সদরের শেখেরভিটা এলাকায়। তার বিরুদ্ধে ১৯টি মামলা আছে; এসব মামলার একটিতে তিনি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং পাঁচটিতে বিভিন্ন মেয়াদে সাজার দণ্ডপ্রাপ্ত। জেএমবির প্রথম সারির নেতাদের ফাঁসির পর সংগঠনটি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মিজান। বোমা কারখানা স্থাপনের মাধ্যমে সংগঠনটিতে রসদ জোগাতেন তিনি।