গুন্ডে বন্ধ করতে সরকারের আহ্বান

gundayসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননাকারী ভারতীয় সিনেমা ‘গুন্ডে’ প্রদর্শন বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান জানিয়েছেন, সম্প্রতি ভারতীয় গুন্ডে ছবিটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নেতিবাচকভাবে উপস্থাপন করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরকার এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। তাই এ ছবির প্রদর্শন বন্ধ করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, যশরাজ ফিল্মসের ‘গুন্ডে’ ছবিটি বলিউডে মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। একই দিন কলকাতায়ও বাংলা ভাষায় ছবিটি মুক্তি দেওয়া হয়।

মুক্তির পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে ছবিটির বিরুদ্ধে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ