বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ইইউর উদ্বেগ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে দেখা করে ইইউর পক্ষ এই উদ্বেগের কথা জানান সংস্থার রাষ্ট্রদূত উইলিয়াম হানা।
এ সময় বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান হ্রাস এবং সিভিল সোসাইটিকে অবাধে ও বাধা-বিঘ্নহীন কাজের সুযোগ করে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন ইইউ রাষ্ট্রদূত।
আইনমন্ত্রী তাকে বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের অভিযোগ পাবার পর পরই সরকার তা তদন্ত করে দেখছে।