বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ইইউর উদ্বেগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে দেখা করে ইইউর পক্ষ  এই উদ্বেগের কথা জানান সংস্থার রাষ্ট্রদূত উইলিয়াম হানা।

এ সময় বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান হ্রাস এবং সিভিল সোসাইটিকে অবাধে ও বাধা-বিঘ্নহীন কাজের সুযোগ করে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন ইইউ রাষ্ট্রদূত।

আইনমন্ত্রী তাকে বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী। বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকাণ্ডের অভিযোগ পাবার পর পরই সরকার তা তদন্ত করে দেখছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ