দাড়ি কেটেও রক্ষা পেলনা রাকিব

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সদ্য দাড়ি কাটার চিহ্ন ও ডান্ডাবেড়ির দাগ দেখে পুলিশের সন্দেহ হলে জেমএমবি সদস্য রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। রোববার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ।

দুপুর ২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন রাকিব। তার সঙ্গে ছিলেন রাসেল নামের আরও একজন যুবক। তল্লাশি চালানোর সময় রাকিবকে দেখে এসআই শ্যামল দত্তের সন্দেহ হয়। কারণ তার মুখে ছিল সদ্য দাড়ি কাটার চিহ্ন। প্রিজনভ্যান থেকে পালানোর পরই দাড়ি কামিয়েছিলেন রাকিব। কিন্তু সময় কম থাকায় সম্ভবত দাড়ি কাটতে গিয়ে তার গাল কয়েক জায়গায় কেটে যায়। এছাড়া তার থুঁতনির নিচে অল্প কিছু দাড়ি ছিলো। সময় স্বল্পতার কারণে তিনি ঠিকমতো দাড়ি কাটতে পারেননি।

এসআই জানান, দাড়ি দেখে সন্দেহ হওয়ায় রাকিব হাসানকে আরও ভালো করে তল্লাশি করেন তিনি। এ সময় তিনি রাকিব হাসানের হাতে ও পায়ে ডান্ডাবেড়ির দাগ দেখতে পান। রাকিবের পায়ে নতুন স্যান্ডেল ছিলো। কিন্তু পুলিশের চোখ এড়াতে পারেননি তিনি। এ সময় সঙ্গে সঙ্গে পুলিশ রাকিবকে গ্রেফতার করে।

পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়, ২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুর থেকে রাকিব হাসান নামের জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

রাকিব হাসানের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহের বংশীবেল এলাকায়। তিনি জেএমবির শুরা সদস্য। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তিনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হন। আরেকটি মামলায় তার যাবজ্জীবন ও আরও একটি মামলায় তার ১৪ বছরের কারাদণ্ডাদেশ হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ