প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই ক্রসফায়ার

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  প্রকৃত ঘটনা ধামাচাপা দিতেই আটককৃত জঙ্গি রাকিবকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুর ১২টায় শহীদ জিয়ার মাজারে সদ্য কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারের সঙ্গে ফুল দিতে এসে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এ ধরনের কয়েদিদের কোর্টে নেওয়ার সময় যেসব নিরাপত্তা দরকার সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। এটা সরকারের চরম ব্যর্থতা। রাকিব ক্রসফায়ারে না দিয়ে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতো।’

তিনি বলেন, ‘নিজেদের রক্ষার জন্য সরকার সব হত্যার দায়ভার বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। এগুলো হল সরকারের একটি সাজনো নাটক, আর সেটা জনগণ ভালো করেই জানে।’

সরকার বিএনপিকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে দলের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি।

‘জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে বিএনপি জড়িত’ খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার জন্য মূলত সরকারের মন্ত্রীরা এ ধরনের কথা বলছেন।’

বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের জন্ম দিয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলাকে ভেঙ্গে দেওয়া ও দুর্বল করার জন্য এই ট্রাজেডির সৃষ্টি করা হয়।’

গত এক মাসে সরকার তাদের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএপির ৩শ’ নেতাকর্মীকে হত্যা ও ৬০ জনকে গুম করেছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ