পুরস্কার বাড়িয়ে ৫ লাখ টাকা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেএমবির ছিনিয়ে নেওয়া তিন আসামির মধ্যে এখনো পলাতক দুইজনকে ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য পুলিশের পক্ষ থেকে দুই লাখ টাকা পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকায় বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় পুলিশ হেড কোয়ার্টারের এআইজি (মিডিয়া) মোহাম্মাদ জালাল উদ্দিন চৌধুরী এবিসি নিউজ বিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ওই দুই আসামিকে ধরতে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্নস্থানে বিশেষ করে বিমানবন্দর এবং সীমান্তে সর্তক পাহারার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে জেএমবির জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান, সালাউদ্দীন ওরফে সালেহিন ও রাকিব হাসানকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে রোববার বিকালে রাকিবকে গ্রেফতার করে পুলিশ এবং সোমবার ভোরে তাকে নিয়ে উদ্ধার অভিযানে বের হলে পুলিশের কথিত বন্দুকযুদ্ধ নিহত হন। এ ঘটনায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক এবং স্ত্রীসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য আতিকুল ইসলাম নিহত হন। আহত হন এসআই হাবিবুর রহমান ও কনস্টেবল সোহেল।