এবার ফাইনালের স্বপ্ন দেখছেন না মুশফিক!

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ক্রিকেটারদের মিলনেমেলাই বসেছে বাংলাদেশে। এশিয়া কাপে অংশ নিতে ঢাকার মাঠ মুখর এখন বিরাট কোহলি, শহীদ আফ্রিদিদের পদচারণায়। গতবারের ফাইনালিস্ট আর স্বাগতিক বলে বাংলাদেশের সমর্থকরাও আশায় বুক বাঁধছেন আরও একবার। এবারও যদি সবাইকে চমকে পৌঁছনো যায় ফাইনালে! তবে খোদ অধিনায়ক মুশফিকুর রহিমই দেখছেন না এমন স্বপ্ন।

গতবার ভারত ও শ্রীলঙ্কার মতো দলকে বিদায় করে দেওয়ার পর পাকিস্তানের সর্বোচ্চ শ্রম-ঘাম শুষে নেওয়া ফাইনালের কথা মনে করিয়ে দিতে মুশফিক স্মরণ করিয়ে দিলেন বাস্তবতাটা, ‘আমাদের লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি জেতা। এ ছাড়া অন্য যে তিনটি ম্যাচ আছে, সেগুলোতেও ভালো পারফর্ম করা। বাস্তবতা হলো আমরা এখন যেভাবে পারফর্ম করছি, তাতে ফাইনালে খেলার কথা চিন্তা করা কঠিন।’

শ্রীলঙ্কা সিরিজ আত্মবিশ্বাস এমনই তলানিতে নিয়ে গেছে যে আগের দিন তৃতীয় ওয়ানডের পর এমনও বলেছেন, এভাবে চলতে থাকলে আফগানিস্তানের বিপক্ষে জেতাও মুশকিল হবে।

এশিয়া কাপের দল নিয়েও অসন্তুষ্টি আছে মুশফিকের, ‘দল নিয়ে খুশি থাকার বিষয়টা কঠিন। আমাকে যে দল দেওয়া হয়, সেটি নিয়েই খেলতে হবে। ১৫ জনের স্কোয়াড নির্বাচন করা নির্বাচকদের দায়িত্ব। তবে একটা জিনিস নিয়ে আমি অখুশি। দল করার আগে নির্বাচকরা আমার সঙ্গে একটু কথা বলে নিলে হয়তো ভালো হতো। দলে বেশি পরিবর্তন আনলে সবাই শুধু নিজের কথা ভাবে, দল হিসেবে পারফর্ম করা যায় না।’ খেলোয়াড়দের পারফর্ম করার জন্য সেই কমফোর্ট জোনটা দিতে হবে। সেদিক থেকে বলব, আমি কিছু খেলোয়াড়কে আরও কিছু সুযোগ দিতে চাই।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অশোভন আচরণের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। এরই মধ্যে তার শাস্তি কমানোর আবেদন জানিয়ে তোপে পড়েছেন মুশফিকসহ গোটা দল।

এর ব্যাখ্যাটা মুশফিক দিলেন এভাবে, ‘এরকম ঘটনা ঘটিয়ে থাকলে সে যে-ই হোক না কেন, তার সঙ্গে এরকমই হওয়া উচিত। সেদিক থেকে ঠিকই আছে। যে ঘটনাটা ঘটেছে সেটা কাম্য কখনোই ছিল না। তার পরও আমরা বলেছি, দলের স্বার্থে নিষেধাজ্ঞাটা এক ম্যাচের হলে ভালো হয়। কারণ এশিয়া কাপ অনেক বড় টুর্নামেন্ট।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ