বরিশালে ককটেল ফাঁটিয়ে ৫৯ লাখ টাকা লুট

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ  বরিশাল নগরীতে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশের ৫৯ লাখ টাকা লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা দেড়টার দিকে নগরীর ব্যস্ততম এলাকা হাসপাতাল সড়কের বিকাশ এজেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে মনির ও ‌ইব্রাহিম নামে বিকাশের ডিস্ট্রিক্ট সেলস এক্সিকিউটিভ আহত হন। তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ ‍হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, জনতা ধাওয়া দিয়ে দুর্বৃত্তদের প্রাইভেটকার চালক শহিদুল ইসলামকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় ১৫টি ককটেল উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, দুপুরে নগরীর আইএফ‌আইসি ব্যাংক থেকে এজেন্টদের দেওয়ার জন্য ৫৯ লাখ টাকা উত্তোলন করেন বিকাশ কর্মকর্তা মনির ও ইব্রাহিম। পরে তারা রিকশাযোগে পার্শ্ববর্তী বিকাশ এজেন্ট অফিসে যাওয়ার সময় হাসপাতাল সড়কে একটি প্রাইভেটকার নিয়ে তাদের গরিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও কয়েক রাউন্ড গুলি চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালাতে গেলে জনতা তাদের ধাওয়া দেয়। হঠাৎ করে গাড়ির চাকা পাংচার হয়ে গেলে জনতা গাড়ির চালককে আটক করে। তবে অন্যরা টাকা নিয়ে পালিয়ে যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার টি এম মুজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, লুটকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তরা ৫-৬ রাউন্ড গুলি ছুড়ে টাকা লুট করে নিয়ে গেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ