তিন গ্রুপে সংগঠিত জেএমবি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)তিনটি গ্রুপে সংগঠিত হয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের  (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

সোমবার এবিসি নিউজ বিডির সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, তিনটি গ্রুপের মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে জেএমবির সাবেক প্রধান ও জেলখানায় বন্দী সাইদুর রহমানের ছেলে আইটি বিশেষজ্ঞ শামীম। আরেকটি গ্রুপ প্রচালিত হচ্ছে রোববার আটক জাকারিয়ার অধীনে। তৃতীয় গ্রুপটি চলছে উত্তরবঙ্গের আরেকটি গ্রুপের মাধ্যমে। তবে কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

এই গ্রুপগুলোর মধ্যে আবার কয়েকটি আঞ্চলিক ও উপ-গ্রুপের সন্ধান পেয়েছে পুলিশ।

জঙ্গিদের আটকের পর তাদের নজরদারির আওতায় রাখতে কাউন্টার টেরোরিজম ব্যুরো গঠনের নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

তিনি জানান, জঙ্গিদের আটকের পর তাদের ঠিকমত ফলোআপ (নজরদারি) করা হয় না। তারা কী শর্তে জামিন পেল বা জামিনের পরে তারা কী করছে এই বিষয়গুলো নজরদারি করবে এই টেরোরিজম ব্যুরো। প্রধানমন্ত্রী এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান তিনি।

মনিরুল ইসলাম জানান, এর আগেও অনেক জঙ্গি আটকের পর সাজাপ্রাপ্ত অবস্থায় তাদের জামিন নিয়ে বের হতে দেখা গেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী জঙ্গিদের আটক করলেও তাদেরকে দীর্ঘ মেয়াদি ফলোআপ করা হয়নি বলে তারা এখনো এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তাই এই ব্যুরো গঠন করা হবে।

এসব জঙ্গি সংগঠনের সাথে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উত্তরবঙ্গে এমন ব্যক্তি পাওয়া গেছে যে সকালে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আর রাতে জেএমবির সদস্য।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবির তিন সদস্য ছিনতাইয়ের ঘটনায় আসামি পরিবহনে নিরাপত্তা ঘাটটি ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেহেতু এটি ঢাকার বাইরের ঘটনা, তাই এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ