বিডিআর হত্যাকাণ্ডের আসল নায়কদের বিচার হয়নি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার সঠিকভাবে হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যা হয়েছে তা বিচারের নামে প্রহসন করা হয়েছে। তড়িঘড়ি বিচার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসল নায়কদের বিচার করা হয়নি। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সদ্য কারামুক্ত নেতা ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক খোকাকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, যারা দেশের সর্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশের সীমান্ত অরক্ষিত রাখার চক্রান্তেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি বলেন, আজ ২৫ফেব্রুয়ারি জাতির শোকের দিন। ২০০৯ সালের এ দিনে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হয়েছে।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের বিচারের আওতায় আনা হয়নি। মামলায়ও তাদের সম্পৃক্ত করা হয়নি। আমরা বিডিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার ও তদন্ত দাবি করছি।

জঙ্গীবাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাংলাদেশে শ্বসস্ত্র সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদদাতা ও প্রশ্রয়দাতা আওয়ামী লীগ সেটা আজ প্রমাণিত জাতির কাছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার বিরোধীদের দমন করতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যাবহার করছে। দেশে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের উপর গণগ্রেফতার, দমন-নীপিড়ন চালিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে সরকার।

ভারাপ্রাপ্ত মহাসচিব বলেন, এ সরকার জনগণের উপর আস্থা রাখেনা। আমরা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দাবি করছি।

মাজার জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা, সদস্য সচিব আব্দুস সালাম, নির্বাহী পরিষদ সদস্য কবির আহমদসহ দলের মহানগর নেতারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ