কমিশনার আলীম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  লালবাগের ৬২ নম্বর ওয়ার্ড কমিশনার মো. আলীম হত্যা মামলায় আট জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আক্তারুজ্জামান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লালবাগ রোডের রবি মিয়ার ছেলে হারুন, মৃত আরজু মিয়ার ছেলে সাইদ, রশিদ, ফরিদ, কালু মিয়ার ছেলে শওকত, চান মিয়ার ছেলে শিবলু, ইব্রাহীমের ছেলে কামাল ও মৃত সৈয়দ আলী মিস্ত্রির ছেলে সিরাজ। এদের মধ্যে শওকত, শিবলু ও কামাল পলাতক রয়েছেন।

রায় ঘোষণার পর ফাঁসির দণ্ডপ্রাপ্তদের আত্মীয়-স্বজন আদালতে কান্নাকাটি করে। আর আসামিদেরও কাঁদতে দেখা যায়।

১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি আলীম কমিশনারকে আজিমপুর রোডের গোরে শহীদ বাজার ও মসজিদ সংলগ্ন অফিউল্লার হোটেলের সামনে আসামিরা কুপিয়ে হত্যা করে।

মামলার বিবরণে বলা হয়, পূর্ব শত্রুতার কারণে আসামিরা কমিশনারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মামলার আলামত হিসেবে নিহতের রক্তমাখা ফুলশার্ট, রক্তমাখা সেন্টো গেঞ্জি, কালো ফুলপ্যান্ট, রক্তমাখা জাঙ্গিয়া, একটি পিস্তল, একটি রিভলবার ও গুলির খোসা জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল ২০১০ সালের ৩০ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

১৯৯৬ সালের ১৮ ফেব্রুয়ারি হারুন, সাইদ, রশিদ,ফরিদ, সালেহ, শওকত ও শিবলুকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ