পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ অবৈধ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদে থাকা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী ব্যাংকে ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় পরিচালকদের পদ অবৈধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার এ আইন সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি করে হাইকোর্টের কোম্পানি  আদালতের বিচারপতি এম আর হাসান ব্যাংকটির ১৬ জন পরিচালকের মধ্যে ওই আট পরিচালককে অবৈধ ঘোষণা করেন।

যাদের পদ অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন ব্যাংকটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান ও আজিজুর রহমান।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নুর তাপস ও মেহেদী হাসান চৌধুরী। ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম।

আখতার ইমাম বলেন, ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন গত বছর ১৪ আগস্ট এই আটজনকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে।

হাইকোর্ট ২০ আগস্ট কমিশনের ওই সিদ্ধান্ত  স্থগিত করে দেয়। পরদিন নির্বাচনে তারা পরিচালক নির্বাচিত হয়ে যান।

মামলাটির চূড়ান্ত শুনানির পর তাদের পদ শূণ্য করে দিয়েছে আদালত। তাদের কারোরই দুই শতাংশ শেয়ার নেই।

২০১১ সালের ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানির পরিচালকদের ব্যাক্তিগতভাবে নূন্যতম দুই শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে। যেসব পরিচালকের ওই পরিমাণ শেয়ার নেই, তা ছয় মাসের মধ্যে অর্জন করতে বলা হয়। এই হিসাবে ১৪ বছর ধরে পরিচালক  পদে থাকা ওই ব্যক্তিরা ২০১২ সালের ২২ মের পর  থেকে অবৈধভাবে পদে রয়েছেন।

২০১২ সালের ১৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  ৩৬২ জন পরিচালকের একটি তালিকা প্রকাশ করে, যারা ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন বলে জানানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ