প্রকাশ হওয়া ফোনকল ভূয়া
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ছেলে তাকে মোটা অঙ্কের অর্থ গোপনের বিষয়ে পরামর্শ দিচ্ছেন- সামাজিক মিডিয়ায় প্রকাশ হওয়া এমন একটি ফোনকল রেকর্ডকে ভূয়া বলে দাবি করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রজব তৈয়্যব এরদোগান। সম্পূর্ণ মিথ্যা দাবি করে এর নিন্দা জানিয়েছেন তিনি।
এরদোগানের অফিস জানিয়েছে, রেকর্ড করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ফোনকল ছড়িয়ে দেয়া ‘নোংরা ষড়যন্ত্র’। প্রকাশ করা রেকর্ডে দেখা যায় একটি বাসা থেকে লাখ লাখ ইউরো সরিয়ে ফেলার জন্য নিজের ছেলে বিলালকে বলছেন তিনি।
একে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। নিরপেক্ষভাবে সত্যায়িত না হওয়া ফোনকল রেকর্ডটি ডিসেম্বর মাসে করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই সময় দুর্নীতির কথিত অভিযোগে এরদোগানের একাধিক মন্ত্রী পদত্যাগ করেছিলেন।