জয়পুরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, জয়পুরহাটঃ  জয়পুরহাট সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে  হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

বুধবার ভোরের দিকে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওরফে এজুল (৩২) জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তোফাজ্জল হোসেন তোফার ছেলে।

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক জানান, গরু ব্যবসায়ী আজিজুল ভোরের দিকে সীমান্ত পার হয়ে ভারতের গয়েশপুর ও জামালপুরের মাঝামাঝি এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে ভারতের গয়েশপুরে সীমান্ত ক্যাম্পে প্রায় আধা ঘণ্টা পতাকা বৈঠক হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় বলে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

তিনি বলেন, বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আজিজুলের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে তারা বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ