দুটি নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ
সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুটি নতুন ফিচার আনল হোয়াটস অ্যাপ। প্রথম ফিচার হল, এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাঁরা এবার লাস্ট সিন নোটিফিকেশন লোকাতে পারেন। ফলে অন্যরা জানতে পারবেন না যে, সেই ব্যক্তি শেষ কখন হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপের প্রাইভেসি সেটিংসে এই ফিচার পাওয়া যাবে। তবে গুগল প্লে স্টোরে বর্তমান অ্যাপের ভার্সনে এই ফিচার এখনও দেওয়া হয়নি। আপনি যদি এখনই এই ফিচার চান, তা হলে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটwww.whatsapp.com/android থেকে apk ফাইল ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এর জন্য আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েড ২.১ বা তার বেশি হতে হবে। এই সুবিধা এখন শুধুই অ্যান্ড্রয়েড ফোনের জন্য, ট্যাবলেটের জন্য নয়।
উল্লেখ্য, আইওএস ব্যবহারকারীদের কাছে এই ফিচার আগেই ছিল।
হোয়াটসঅ্যাপের দ্বিতীয় ফিচারের সাহায্যে আপনি নিজের প্রোফাইল ছবি এবং স্ট্যাটাস বেশ কয়েক জন বন্ধু বা অচেনা লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।