উইন্ডোজের দাম ৭০শতাংশ কমছে!
সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পিসির বাজারে অ্যাপল আর গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকে থাকতে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের লাইসেন্সের দাম ৭০ শতাংশ কমাবে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক সাইট ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্মার্টফোন আর ট্যাবলেটের বাজারের উর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয়তা কমেছে ডেস্কটপ কম্পিউটারের। মন্দা চলছে ল্যাপটপের বাজারেও। অনেক নির্মাতাই পিসির বদলে স্মার্টফোন আর ট্যাবলেট নির্মাণে গুরুত্ব দিচ্ছে। ফলে সব মিলিয়ে ব্যবসায়িকভাবে বিপাকে পরেছে মাইক্রোসফটও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লাইসেন্সের দাম কমিয়ে পিসি নির্মাতাদের ধরে রাখতে চাইছে মাইক্রোসফট। আগে উইন্ডোজ ৮ প্রি-ইনস্টলের জন্য মাইক্রোসফটের ফি ছিল ৫০ ডলার। আর এখন প্রতিটি পিসিতে উইন্ডোজ ৮ প্রি-ইনস্টল করার জন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে খরচ করতে হবে ১৫ ডলার।
উইন্ডোজ ৮ ইতিবাচক সাড়া পেলেও প্রত্যাশা অনুযায়ী অপারেটিং সিস্টেমটির বিক্রি বাড়ছে না বলে জানুয়ারি মাসে স্বীকার করেছিল মাইক্রোসফট। পিসি আর ল্যাপটপের বাজারে বিক্রি কমছে বেশ কয়েক বছর ধরেই। অন্যদিকে স্মার্টফোন আর ট্যাবলেটের বাজারে অ্যাপল আর গুগলের দখল এতোটাই বেশি যে ওই দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের বিপরীতে ঠিকতে পারছে না মাইক্রোসফট।
বাজার গবেষক প্রতিষ্ঠান ক্যানালিসের ভবিষ্যতবাণী অনুযায়ী ২০১৪ সালে বিক্রি হওয়া মোট পিসির অর্ধেক ট্যাবলেট ডিভাইস বিক্রি হবে বিশ্বব্যাপী। আর সারা বছরে বিক্রি হওয়া ট্যাবলেটের মধ্যে ৩০ শতাংশ হবে অ্যাপলের আইপ্যাড, ৬৫ শতাংশ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট, বাকি ৫ শতাংশ থাকবে মাইক্রোসফটের দখলে।