হাকালুকিতে দেখা মিলেছে স্নেকবার্ডের
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মৌলভীবাজারঃ এবার দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে দেখা মিলেছে বিলুপ্তপ্রায় প্রজাতির স্নেকবার্ড বা সাপ পাখির। দেশি প্রজাতির এই পাখি দ্রুত বিলুপ্তির পথে বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা। বিলুপ্ত প্রজাতির এ পাখি প্রতি বছর দেখা মিলে শুধুমাত্র হাকালুকি হাওরে।
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক হাকালুকি হাওরে সর্বশেষ পাখি জরিপে এসে বিপন্ন ৬ প্রজাতির পাখি দেখতে পান। ৬ জাতের পাখির মধ্যে স্নেকবার্ড অন্যতম। স্থানীয় ভাষায় স্নেকবার্ডকে ‘গয়ার’ বা সাপ পাখি বলা হয়। এটি দেশীয় প্রজাতির পাখি হলেও বিলুপ্ত প্রজাতির।
পাখি বিশেষজ্ঞরা জানান, এ পাখির গলা অনেকটা সাপের মতো, তাই এটাকে স্নেকবার্ড বলা হয়। ইংরেজিতে একে ডারটার বলে। অন্য আরেকটি নামেও ডাকা হয়। সেটি হলো ওয়াটার তুর্কি। পাখিটি ডুব দিয়ে বহুদূর চলে যায় এবং মাছের পিছু ধাওয়া করে শিকার ধরে খায়। গাছের ডালে খরকুটো দিয়ে এরা বাসা বাঁধে। নির্বিচারে পাখি নিধন, খাবার সংকট এবং আবাসস্থলের সংকটের কারণেই স্নেকবার্ড বিলুপ্তির পথে। শিকারিদের তাণ্ডবের কারণে হাওরে প্রজননের সুযোগ না পাওয়ায় এ পাখিটির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এবার দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে দেখা মিলেছে বিলুপ্তপ্রায় প্রজাতির স্নেকবার্ড বা সাপ পাখির। দেশি প্রজাতির এই পাখি দ্রুত বিলুপ্তির পথে বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা। বিলুপ্ত প্রজাতির এ পাখি প্রতি বছর দেখা মিলে শুধুমাত্র হাকালুকি হাওরে।
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক হাকালুকি হাওরে সর্বশেষ পাখি জরিপে এসে বিপন্ন ৬ প্রজাতির পাখি দেখতে পান। ৬ জাতের পাখির মধ্যে স্নেকবার্ড অন্যতম। স্থানীয় ভাষায় স্নেকবার্ডকে ‘গয়ার’ বা সাপ পাখি বলা হয়। এটি দেশীয় প্রজাতির পাখি হলেও বিলুপ্ত প্রজাতির।
পাখি বিশেষজ্ঞরা জানান, এ পাখির গলা অনেকটা সাপের মতো, তাই এটাকে স্নেকবার্ড বলা হয়। ইংরেজিতে একে ডারটার বলে। অন্য আরেকটি নামেও ডাকা হয়। সেটি হলো ওয়াটার তুর্কি। পাখিটি ডুব দিয়ে বহুদূর চলে যায় এবং মাছের পিছু ধাওয়া করে শিকার ধরে খায়। গাছের ডালে খরকুটো দিয়ে এরা বাসা বাঁধে। নির্বিচারে পাখি নিধন, খাবার সংকট এবং আবাসস্থলের সংকটের কারণেই স্নেকবার্ড বিলুপ্তির পথে। শিকারিদের তাণ্ডবের কারণে হাওরে প্রজননের সুযোগ না পাওয়ায় এ পাখিটির সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।