প্রথম সন্তানদের স্বাস্থ্যঝুঁকি!

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  নিউজিল্যান্ডের গবেষকরা বলছে, মা-বাবার দ্বিতীয় সন্তানের তুলনায় প্রথম সন্তানের হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। ৪০ থেকে ৫০ বছর বয়সী অর্ধশত অতিরিক্ত ওজনধারী ব্যক্তিকে পরীক্ষা করে এ সিদ্ধান্ত জানান তারা। গবেষণায় তারা মা-বাবার প্রথম ও দ্বিতীয় সন্তানদের বিএমআই তুলনা করে দেখেন এবং ইনসুলিনের প্রতি তাদের সংবেদনশীলতা ও হরমোন পরীক্ষা করেন। সম্প্রতি গবেষকরা এ প্রতিবেদন প্রকাশ করে।

গবেষকরা দেখেন, যদিও উভয় দলের মানুষের গড় উচ্চতা প্রায় সমান তথাপি মা-বাবার প্রথম সন্তান দ্বিতীয় সন্তানের তুলনায় প্রায় ১৫ পাউন্ড বেশি ওজনের অধিকারী হয়। তারা আরো দেখতে পান, প্রথম সন্তানদের বিএমআই হচ্ছে ২৯ আর দ্বিতীয় সন্তানদের বিএমআই ২৭ দশমিক ৫।

উল্লেখ্য, যাদের বিএমআই বেশি, তাদের হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। গবেষণাটি দেখায় যে, দ্বিতীয় সন্তানদের চেয়ে প্রথম সন্তান ইনসুলিন সংবেদনশীলতা শতকরা ৩৩ ভাগ কম থাকে। আর ইনসুলিনের প্রতি কম সংবেদনশীলতা টাইপ২ ধরনের ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, জন্ম নেয়ার ক্রমের এ পার্থক্য স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে পারে। তবে এ ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য আরো বড় ধরনের গবেষণা প্রয়োজন।

আগের অনেক গবেষণায় দেখা গেছে, জন্মের ক্রমানুভূমিক পার্থক্যের শিশুদের বিপাকীয় ক্রিয়া ও দেহের গঠনের ওপর প্রভাব থাকতে পারে। উদাহরণস্বরূপ, প্রথম সন্তানরা কম ওজন নিয়ে জন্মালেও শিশু বয়সে তারা অনেক দ্রুত বেড়ে ওঠে এবং শৈশবে তাদের মাঝে কম ইনসুলিন সংবেদনশীলতা, অতিরিক্ত রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা বেশি দেখা যায়। গবেষকরা বলেন, এটি কীভাবে বিপাকীয় ক্রিয়ায় প্রভাব ফেলে তার কারণ এখনো আমাদের কাছে অজানা। আমাদের গবেষণাটি স্বল্প পরিসরে শহরের অতিরিক্ত ওজনধারীদের ওপর করা হয়েছে। কাজেই এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ