মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন সাঈদী
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে মাওলানা সাঈদীর পক্ষে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে আপিল জমা দেন।
সাঈদীর বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে ৮ ও ১০ নং অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এছাড়া আরো ৬টিতে অভিযোগ প্রমাণিত হলেও দুটিতে ফাঁসি হওয়ায় বাকিগুলোতে দণ্ড ঘোষণা করা হয়নি।