টস হেরে ব্যাট করছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, এবিসি নিউ বিডি, ঢাকাঃ  এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আইসিসি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ও টাইগারদের মধ্যকার প্রথম যুদ্ধ শুরু হয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিবা-রাতের ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। উদ্বোধনী জুটিতে ব্যাট করছেন আনামুল হক বিজয় ও শামসুর রহমান।

বিশ্ব ক্রিকেটে ভারত টাইগারদের থেকে সব দিকেই শক্তিশালী। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা, দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও সব বিষয়েই মুশফিকদের চেয়ে এগিয়ে আছে তারা। কিন্তু তাতে কি? এ যে বাংলার মাটিতে টাইগারদের বিপক্ষে ম্যাচ।

নিজের মাঠে সব সময় যে বাংলাদেশ সেরা তার প্রমাণ ভারতের কাছেও রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ জেতার পর ২০১২ সালে এশিয়া কাপ খেলতে এসে মিরপুরে টাইগারদের সঙ্গে ৫ উইকেট হারতে হয় ভারতকে। শুধু ভারত নয় সেবার বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ফাইনালে খেলে মুশফিকরা।

বাংলাদেশের বিপক্ষে ভারত এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে জিতেছে ২১টিতে। আর মুশফিকদের জয় মাত্র তিন। সেদিক দিয়ে ভারত এগিয়ে থাকলে এবারের হিসাব ভিন্ন।

যে নিউজিল্যান্ড বাংলাদেশে সফরে এসে টাইগারদের সঙ্গে হোয়াইটওয়াশ হয়। সেই দলের সঙ্গেই মাত্র কয়েক দিন আগে এই ভারত হেরেছে ৪-০ তে। এশিয়া কাপ খেলতে এসে ভারতের অধিনায়ক বিরাট কোহলি প্রথম দিনই স্বীকার করেন, ‘স্বাগতিকরা নিজের মাঠে এক ভয়ঙ্কর দল। তাদের মাটিতে জিততে হলে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

তবে মুশফিকদের জন্য দুঃখের সংবাদ হলো ভারতের বিপক্ষে তিন জয়ের প্রধান দুই নায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান দলে না থাকা। কিন্তু তাতে কি, বাংলাদেশ তো সাকিব ছাড়াই নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে।

অধিনায়ক মুশফিক সাকিববিহীন দল নিয়ে সোমবার জানিয়ে দিয়েছেন, ‘বাংলাদেশ এখন দলের সেরা দু-একজন ছাড়াও অনেক ভালো করার শক্তি রাখে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ