চিকিৎসক ইভা হত্যায় ক্লিনারের ফাঁসি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চিকিৎসক সাদিয়া আরেফিন ইভা হত্যা মামলায় মো. ফয়সাল (২৫) নামের এক ক্লিনারকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক বুধবার দুপুরে এ আদেশ দেন।
২০১২ সালের ২৯ নভেম্বর রাজধানীর দক্ষিণখান থানাধীন আমতলার ব্রাক ক্লিনিকে রাতে ইভাকে শ্বাসরোধ করে হত্যা করে ফয়সাল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ব্রাকের ওই ক্লিনিকে সেদিন রাতে ডিউটি ছিল ইভার। সে ডিউটি পালন করার সময় ওই ক্লিনিকের ক্লিনার ফয়সাল তার রুমে ঢুকে। এরপর জোরপূর্বক ইভাবে ধর্ষণের চেষ্টা করে ফয়সাল। ধর্ষণ করতে ব্যর্থ হওয়ায় শ্বাসরোধ করে ইভাকে খুন করে সে। খুনের পর আদালতের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফয়সাল।
বুধবার আসামি ফয়সালকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার সময় তাকে নির্বিকার থাকতে দেখা যায়।
অপরদিকে ইভার বাবা মনিরুল আলম রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। রায়ের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘রায়ে আমি খুশি। যত তাড়াতাড়ি সম্ভব রায় কার্যকর করা হোক। আমার মেয়ের মতো আর কোনো মেয়েকে যেন এভাবে খুন হতে না হয়।’