জবির হল ছেড়ে না দিলে ব্যবস্থা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখলকৃত আবাসিক হলগুলো অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অন্যথায় সরকার দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ভূমি মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এক মাসের মধ্যে হল উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের আশ্বাস দেন তিনি।

বুধবার বেলা দেড়টায় পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরলে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি ছাত্রদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ‘২০০৫ সালে জগন্নাথকে বিশ্ববিদ্যালয় করার পর ২৭(৪) ধারার মাধ্যমে এটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় করার চক্রান্ত হয়েছিল। বর্তমান সরকার সেই কালো ধারাকে বাদ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মান সমুন্নত রেখেছে। ছাত্র হল নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০০ কোটি টাকা দিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে ছাত্রী হল নির্মাণ এবং একাডেমিক ২০ তলা ভবন নির্মাণ কাজ শুরু করা হবে। কেরানিগঞ্জে বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে জমি ক্রয় সংক্রান্ত প্রকাশ করা হয়েছে। সরকারিভাবেও চেষ্টা করা হবে জমি অধিগ্রহণে।’

শিক্ষামন্ত্রীর এমন আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা বুধবারের জন্য আন্দোলন স্থগিত করে বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন। তবে বৃহস্পতিবার আন্দোলন চলবে কী না তা জানানো হয়নি।

এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ওই এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল পুনরুদ্ধারের দাবি সম্বলিত প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন বলে আশ্বস্ত করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ