নির্বাচনে ছোটখাট সহিংসতা হতেই পারে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় একসঙ্গে নির্বাচন হলে ছোটখাটো সংঘর্ষ হতেই পারে। তবে এসব বিষয়ে নির্বাচন কমিশন সতর্ক অবস্থানে রয়েছে।

বুধববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাহ নেওয়াজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী ধাপগুলোতে যেন কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। প্রথম ধাপের নির্বাচনে খুব বেশি সমস্যা হয়নি। তবে কিছু সহিংসতা হয়েছে। সহিংসতা এড়াতে এখন থেকে কোনো ছাড় না দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ব্যাপক হারে ভোট নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভোট নষ্ট হওয়ার সঠিক কারণ আমরা এখনও চিহ্নিত করতে পারিনি। রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থীই বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাছাড়া সবার অভিযোগ আমলে নিয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া আছে যাতে কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়া না হয়।

বৃহস্পতিবারে দ্বিতীয় ধাপের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বৃহস্পতিবার ১১৭ উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এখনও পর্যন্ত ১১৫টি উপজেলায় নির্বাচনের সিদ্ধান্ত রয়েছে। স্থগিত আসন দুটি হলো কক্সবাজারের মহেশখালী এবং চাঁদপুরের হাইমচর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ