বিদ্যুতের দাম বাড়লে কোন অসুবিধা হবে না
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে খুব বেশি অসুবিধা হবে না।
বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নো্ত্তর পর্বে রোস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি-না? সংসদে রোস্তম আলী ফরাজীর এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দামের ব্যাপারে যদি ধরেন, তাহলে অনুরোধ করবো অন্যান্য দেশের দিকে তাকাতে। সেখানে কত দামে বিদ্যুৎ বিক্রি হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে উৎপাদন খরচের চেয়ে কম দামে বিদ্যুৎ বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ তো দিতেই হবে। দাম বাড়লো, দাম বাড়লো বলে চিৎকার করলে তো চলবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিগত সময়ে ক্ষমতায় এসে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করি। এতে উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এখন টার্গেট ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এর বাইরে ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। নেপাল থেকে এবং ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি।
বিকেল স্পিকার শিরীন শারমিন চৌধুরীরের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।