ভারতের সহজ জয়
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর এশিয়া কাপেও হারের বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলাদেশ। এবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ৬ উইকেটে হারালো বাংলাদেশকে। টাইগারদের ২৭৯ রানের জবাবে ভারত এক ওভার বাকি থাকতেই ২৮০ রান করে।
ভারতের এ জয়কে সহজ করে তোলেন অধিনায়ক বিরাট কোহলি। ১২২ বলে ১৩৬ রান করে আউট হন তিনি। দলীয় ২৬৭ রানের মাথায় ভারতীয় অধিনায়ককে বোল্ড করেন রুবেলে হোসেন। দলের খাতায় ৫ রান যোগ হতেই সোহাগ গাজীর বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন অজিঙ্ক রাহানে (৭৩)। তখন জয় থেকে মাত্র ৮ রানে দূরে অতিথিরা।
এর আগে সাজঘরে ফেরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শিখর ধাওয়ান (২৮) দলীয় ৫০ রানের মাথায় রাজ্জাকের বলে এলবিডব্লিউর শিকার হন। দলের খাতায় আর ৪ রান যোগ হতেই রোহিত শর্মাকে (২১) বোল্ড করেন জিয়াউর রহমান।
বাংলাদেশের ইনিংসে অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরি খেলায় নতুন মাত্রা যোগ করে। ১০৪ বল খেলে সেঞ্চুরি করেন অধিনায়ক মুশফিক। শেষ পর্যন্ত ভারতের জন্য ২৮০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
খেলার শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার শামসুর রহমান (৭)। মোহাম্মদ সামির বলে ক্যাচ আউট হন তিনি। রবি চন্দন অশ্বিনের বলে স্ট্যাম্পিং হন মমিনুল হক (২৩)। দলীয় ১৮২ রানের মাথায় বোল্ড হন আনামুল হক (৭৭)। এরপর অশ্বিনের দ্বিতীয় শিকারে পরিণত হন নাঈম ইসলাম (১৪)। সামির বলে আউট হন নাসির হোসেন। ভূবনেশ্বর কুমারের বলে ক্যাচ দেন জিয়াউর রহমান (১৮)। দলীয় ২৭৬ রানের মাথায় সামির বলে আউট হন মুশফিক (১১৭)। শেষ পর্যন্ত ব্যাটিংয়ে ছিলেন মাশরাফি মুর্তজা (১) ও সোহাগ গাজী (৩)।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিবা-রাতের ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে নামেন আনামুল হক বিজয় ও শামসুর রহমান।
ভারতের হয়ে হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মোহাম্মদ সামি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিরাট কোহলি।
বাংলাদেশ দল: শামসুর রহমান, আনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি মুর্তজা, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন।
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শার্মা, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বতি রাইডু, অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও বরুন অ্যারন।