হরিরামপুরের ২৬ ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে উদ্বেগ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে সংশয় রয়েছে। নির্বাচন শান্তিপুর্ণ ও অবাধ করতে প্রয়োজনীয় প্রস্তুতি থাকা সত্বেও কিছু কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
তবে নির্বাচনের দিন যাতে কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন টহল অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলা নির্বাচনে ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৫৯ জন। এরমধ্যে পুরুষ ৫৩ হাজার ৯৩৫ এবং মহিলা ভোটার ৫৪ হাজার ৫২৪ জন।
মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬২টি।বুথের সংখ্যা ২৩৭টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে ২৬টি।
এব্যাপারে হরিরামপুর উপজেলা নিবার্হী কমকর্তা রুবিনা ফেরদৌসী এবিসি নিউজ বিডিকে জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তবে কিছু এলাকা আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে। তবে ওইসব এলাকায় যাতায়াতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, আমরা নির্বাচন শান্তিপূর্ণ করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে।
তিনি জানান, লেছড়াগঞ্জ, ইউনিয়নের ৪টি, আজিমনগর ইউনিয়নের ৫টি এবং সুতালড়ি ইউনিয়নের ২টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এসব এ্লাকার ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে অতিরিক্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) শওকত আলম এবিসি নিউজ বিডিকে বলেন, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার ভোট কেন্দ্রগুলোতে একজন অফিসারের সাথে পাঁচ জন করে আমর্ড পুলিশ থাকবে। এছাড়া অধিক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
লেছড়াগঞ্জ এলাকার ভোটার আব্দুল খালেক এবিসি নিউজ বিডিকে জানান, প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হুদা চৌধুরী শাতিল ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মুহম্মাদ সায়দুর রহমানের মধ্যে। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন এই ভোটার।