ম্যাচ ফিক্সিংয়ে দোষী তিন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ম্যাচ ফিক্সিংয়ের রায়ে দোষী প্রমাণিত হয়েছেন তিনজন ক্রিকেটার। এরা হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, শ্রীলঙ্কান ক্রিকেটার কৌশল লকুয়ারাচ্ছি এবং নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান লু ভিনসেন্ট। এই তিন ক্রিকেটার আগেই দোষ স্বীকার করেন। এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরীর ব্যাপারেও প্রমাণ মিলেছে।
এদিকে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ পেসার মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের গৌরব রাওয়াত, অলরাউন্ডার ড্যারেন স্টিভেন, বোলিং কোচ মোহাম্মদ রফিক, ব্যবস্থাপণা পরিচালক সেলিম চৌধুরী।
বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার দায়ে গত ১৩ আগস্ট ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নয় ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। এরপর গত ২৪ নভেম্বর বিপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। রায়ের সারসংক্ষেপ প্রকাশ হলেও অভিযুক্তদের শাস্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ট্র্যাইব্যুনাল। ধারণা করা হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়া যাবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত অগাস্ট থেকে ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ ছিলেন মোশাররফ ও মাহবুবুল। ট্রাইব্যুনাল জানিয়েছে, নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে।
ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল ও শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চির ব্যাপারে এখনো কোনো রায় জানায়নি ট্রাইব্যুনাল। শিহাব চৌধুরীর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের একটিতে তিনি দোষী প্রমাণিত হয়েছেন। সেলিম চৌধুরীর চারটি, গৌরব রাওয়াদ পাঁচটি, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক তিনটি এবং দলের তিন ক্রিকেটার মোশাররফ, মাহবুবুল ও স্টিভেন্সের বিপক্ষে দু’টি করে অভিযোগে আনা হয়েছিল। তারা প্রতিটিতেই নির্দোষ প্রমাণিত হয়েছেন।
গত ১৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি। তিনি বিধি অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য নিয়োগ করেন।
১০ নভেম্বর প্যানেলের চেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন। অপর দুই সদস্য হলেন আজমামুল হোসেন কিউসি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।
গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের পর ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযুক্ত প্রত্যেকেই বিপিএলে টানা দুইবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত। তারা হলেন দলটির মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং পাঁচ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম, মোশাররফ হোসেন এবং ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি। গত ১৯ জানুয়ারি থেকে চূড়ান্ত শুনানি শুরু হয়। বুধবার তারই রায় দিল ট্রাইব্যুনাল।