সসস্ত্র বাহীনির কাছে এবার প্রধানমন্ত্রীর আহব্বান
দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে যেকোনো ষড়যন্ত্র সর্বশক্তি প্রয়োগ করে প্রতিহতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বৃহস্পতিবার সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে একটি স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করেছিল। আপনাদের এটা নিশ্চিত করতে হবে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে আর কোনো অগণতান্ত্রিক শক্তি যাতে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে।’
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনকানুনে উজ্জীবিত হতে হবে, যাতে তারা দেশের সংবিধান ও গণতান্ত্রিক সরকারের প্রতি শ্রদ্ধাশীল হয়।
এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করতে শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে যেকোনো অনাকাঙিক্ষত হস্তক্ষেপের ঊর্ধ্বে রাখা হবে।’
তিনি বিগত চার বছরে তার সরকারের নানা সাফল্য তার বক্তৃতায় তুলে ধরেন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরাও বক্তব্য রাখেন।