কেন্দ্র দখল, বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ভোটকেন্দ্র দখল ও বিরোধী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ১১৫ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই সে খবরের সত্যতা মিলতে শুরু করে। একের পর এক আসতে থাকে বিভিন্ন এলাকায় বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ও কেন্দ্র দখলের খবর।

ভোলা প্রতিনিধি জানান: বোরহানুদ্দিন উপজেলায় ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর সোয়া আটটার মধ্যেই দেউলা ইউনিয়নের মনোয়ারা মহিলা মাদ্রাসা কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সাচড়া ইউনিয়নের সকল কেন্দ্রে বিএনপি সমর্থক এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের মারধর করেছে বলেও তারা জানিয়েছেন।

যেসব এজেন্ট বের করে দেয়া হয়েছে তাদের কয়েক জনের নাম জানা গেছে। তারা হলেন- পোলিন মোল্লা, জাহাঙ্গীর খান, ফজলুল হক শরীফ, মাসুদ বাবুর্চি, বাবুল পাচারি। এর মধ্যে পোলিন মোল্লা ও বাবুল পাচারি গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া টবগী ইউনিয়নের চারটি কেন্দ্রের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে নালিশ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন।

সাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা বাচ্চু মোল্লা জানান, মাইক্রোবাসে করে আওয়ামী লীগ কর্মীরা সাদা পোষাকের পুলিশ পরিচয় দিয়ে এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকী দিয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে সেই হুমকী বাস্তবায়ন করছে।

এদিকে, চরফ্যাশন উপজেলায় ৫০টি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন আলমগীর মালতিয়া।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পূর্বেই চরফ্যাশনের ১১০টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে যেতে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বাধা দেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা। ৫০টি কেন্দ্রে এজেন্ট দিতে পারলেও এক ঘণ্টার মধ্যে সকল কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়।

কক্সবাজার প্রতিনিধি জানান, চকরিয়া উপজেলায় পাঁচটি ভোট কেন্দ্র সম্পূর্ণ দখলে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফরের বাহিনী।

ভোট শুরুর ২০ মিনিটের মধ্যেই পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ ওমারাবাদ উচ্চ বিদ্যালয়, শাহ আজমত উল্লাহ প্রাথমিক বিদ্যালয় ও চকরিয়া কেন্দ্রীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নেয় তারা।

এসব কেন্দ্রের বাইরে গুলিবর্ষণ করে ভোটারদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর গ্রুপ করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্রকাশ্যে জাল ভোট প্রদান করে।

ভোট ডাকাতির আশঙ্কা করে ইতোমধ্যে ১৯ দল সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া সংবাদ সম্মেলন ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি জানান, পরশুরাম এবং পশ্চিম সোনাপুরের পাঁচটি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে সরকার সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার ঘণ্টাখানেক পরে তাদেরকে মারধর করে বের করে দেয় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সোনাপুরের একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা এসে বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়। কর্তব্যরত প্রিজাইডিং অফিসার ড. আহসান উল্লাহ ককটেল বিস্ফোরণের ঘটনা স্বীকার করলেও এজেন্টদেরকে বের করে দেওয়ার কথা জানেন না বলে জানান। তিনি বলেন, আমি ককটেল বিস্ফোরণের বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

এদিকে, পরশুরাম উপজেলার ভনুকুন্ঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেতরাঙ্গা মাদ্রাসা, দক্ষিণ কেতরাঙ্গা জুনিয়র উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গোথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক ১৯ দল সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ কর্মীরা।

এছাড়া পশ্চিম সোনাপুরের ফেনী বালিকা বিদ্যানিকেতন, বিরিনসি সুফিয়া নুরিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি একবারেই কম। কেন্দ্রের বাইরে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে বলে কেন্দ্রগুলোতে উত্তেজনা বিরাজ করছে। এই জন্য সাধারণ ভোটাররা ভোট দিতে আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থকরা শহরের শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর কামালকে কুপিয়ে গুরুতর জখম করেছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বিভিন্ন উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে জাল ভোট দিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ অবস্থায় সদর উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচন বয়কট করেছে ১৯ দলের প্রার্থী। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

পাটগ্রাম প্রতিনিধি জানান, লালমনিরহাটের পাটগ্রামে জামায়াত সমর্থিত চোয়ারমান প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র থেকে এ খবর পাওয়া গেছে।

বাউড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে, ছেংবানী প্রথমিক বিদ্যালয়, বোচারহাট, আশুয়াপাড়া, ভেড়ভেড়িয়া, কাশিরডাঙ্গা, চংড়িডাঙ্গা, ঘোনাবাড়ী, বুড়িমারি মেডিকেল কেন্দ্র থেকে এসব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, কেরানীগঞ্জের বেশ কয়েকটি কেন্দ্র থেকে ১৯ দল সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

প্রার্থী নাজিম উদ্দিন মোস্তান অভিযোগ করেছেন, কালিগঞ্জ ও কৈবর্তপাড়া কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

ঘটনা যাচাই করতে সরেজমিনে কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একটি বুথে নাজিউদ্দিন মোস্তানের কোন এজেন্ট নেই।

খোঁজ নিয়ে যানা যায়, ভোট গ্রহণ শুরুর পর থেকেই ওই বুথে বিএনপি সমর্থক এজেন্ট প্রবেশ করতে পারেননি।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপস্থিতি খুবই কম। ভোট কেন্দ্রে তেমন দীর্ঘ লাইন দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া মানিকগঞ্জ ও বরিশাল থেকে একই অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, ১১৫ উপজেলার মোট এক কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৮ লাখ ৫ হাজার ১৫০ জন। মহিলা ভোটারের সংখ্যা ৯৭ লাখ ৮৭ হাজার ৭১৮ জন।

নির্বাচনের নিরাপত্তার জন্য দু’দিন আগ থেকেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া র‌্যাব, পুলিশ বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ