বরিশাল চরফ্যাশন ও বোরহানউদ্দিনে ভোট বর্জন : রোববার হরতাল

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বরিশাল সদর উপজেলা ও ভোলার দুই উপজেলা চরফ্যাশন এবং বোরহাউদ্দিনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ১৯ দল সমর্থিত প্রার্থীরা। সরকার সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনে করাচুপি, বিএনপি এজেন্টদের উপর হামলা, কেন্দ্র দখলের অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নেন।

ভোলা প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১১টায় চরফ্যাশনে ১৯ দল সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসনের সামনে আওয়ামী লীগ কর্মীরা জাল ভোট দিলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা এই উপজেলার প্রায় সব কয়টি কেন্দ্র দখল করে নেয়। তাই আমরা নির্বাচন বর্জন করেছি।

এসময় শনিবার ১৯ দলের পক্ষ থেকে বিক্ষোভ এবং রোববার হরতালের ঘোষণা দেন তিনি।

একই অভিযোগে ভোলার বোরহান উদ্দিন উপজেলায়ও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ দল সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া।

বরিশাল প্রতিনিধি জানান, জেলা সদর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে কারচুপির প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন লাবু (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস (কলস) সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।

নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, ‘সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে সদর আসনের এমপি সওকত হোসেন হিরণ তার লোকজন নিয়ে কর্ণকাঠি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও ভূইয়াবাড়ী ভোটকেন্দ্র দখল করেন। এ সময় মারধর করে ভোটকেন্দ্র থেকে ভোটারদের বের করে তিনি নিজেই ভোট দেন।’

অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার আরও জানান, ভোট কারচুপি কেন্দ্র দখলের প্রতিবাদে ১৯ দলের নেতাকর্মীরা রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।

এ সময় সংবাদ সম্মেলনে সদর আসনের বিএনপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু (আনারস), মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌসসহ ১৯ দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ