হার্ট অ্যাটাকে দুই পোলিং অফিসারের মৃত্যু
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা বৃহস্পতিবার ভোটের শুরুতে হার্ট অ্যাটাকে ঢাকার কেরানীগঞ্জ ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দু’টি কেন্দ্রের দুই পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, কেরানীগঞ্জে ভোট শুরুর আগে ভোরে ও ক্ষেতলালে ভোট শুরুর পরে হার্ট অ্যাটাকে দুই কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে তথ্য পাঠিয়েছেন মাঠপর্যায় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা। ইতোমধ্যে তাদের পরিবর্তে নতুন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে দেওয়া হয়েছে। ভোটগ্রহণও চলছে বলে জানিয়েছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তার পাঠানো তথ্য মতে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ৩১ নম্বর ভোটকেন্দ্রের পোলিং অফিসার পলাশ চন্দ্র মহন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বেলা ১১ টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ইসিতে এ তথ্য পাঠান।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ১৯২ কেন্দ্রের পোলিং কর্মকর্তা শহীদুল ইসলাম ভোরে হার্ট অ্যাটাকে মারা যান।