উপজেলায় স্বরূপে আ’লীগ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ স্বরূপে আবির্ভূত হয়েছে। তাদের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু করতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থা কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।’

উপজেলা নির্বাচনে গোলযোগ হওয়া কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের দাবিও জানান তিনি মির্জা ফখরুল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় বিএনপির সদ্য কারামুক্ত ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই বেশিরভাগ ভোটকেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। এমনকি বেশ কয়েকটি উপজেলার সবক’টি কেন্দ্র দখল করে নেয় সরকার সমর্থিত প্রার্থীদের লোকজন।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘অনিয়ম ও কারচুপি বন্ধে নির্বাচন কমিশন কোনো কার্যকর ভূমিকা পালন করেনি। আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।’

অতি দ্রুত নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় ভোলার চরফ্যাশন এবং বোরহানুদ্দিনে বিএনপি নেতাকর্মী ভোটকেন্দ্রে যেতে পারেনি বলে অভিযোগ করেন মেজর হাফিজ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ