ভোট শান্তিপূর্ণ্ হয়েছে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন, বিভিন্ন স্থানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব জায়গাতেই শান্তিপূর্ণ্ ভাবে ভোট শেষ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা ৭টায় নির্বাচন কমিশন সচিবালয় মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন বিধি ৮৮ ধারা মোতাবেক নোয়াখালী উপজেলার সকল কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১১৭টি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এ নির্বাচনে প্রচুর সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবাচনী মাঠে ছিল।এ পর্যন্ত ২০০ র  বেশি ব্যক্তিকে শাস্তি ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিইসি বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রেগুলোতে স্থানীয় প্রার্থীরা এবং তাদের সহযোগীরা পেশি শক্তি দেখিয়ে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের প্রচেষ্টা চালালেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

যেসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে ওই উপজেলাগুলোতে নির্বাচন পড়ে হবে। স্থগিত ভোট কেন্দ্রগুলোতে কত পার্সেন্ট ভোট পড়েছে তার উপর ভিত্তি করে নির্বাচন হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ