কারচুপির প্রতিবাদে শিগগিরই উত্তাল কর্মসূচি

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  জনগণের ভোট ছিনতাইয়ের প্রতিবাদে শিগগিরই উত্তাল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সরকার পুলিশ, র‌্যাবকে নিজেদের মত করে সাজিয়েছে। এই পুলিশ-র‌্যাব আওয়ামী লীগের ব্যক্তিগত বাহিনী। তাই তারা ব্যক্তিগত বাহিনীর মত জনগণের রায় ছিনিয়ে নিতে অকাতরে সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন বধির হয়ে গেছে। আজকের এই দিনের জন্য তাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘কুটিল চক্রান্তের মাধ্যমে সরকার জনগণের ফলাফলকে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নিলে কী হতো, তা এখনই বোঝা যায়। যারা বলেন- আমরা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছি, তারা এখন দেখুক কীভাবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়।’

তিনি বলেন, ‘সরকারি দলের নেতাকর্মীরা কী পরিমাণ লাইসেন্স পেয়েছে, যাতে করে তারা প্রতিপক্ষের প্রার্থীকে লাঞ্ছিত করতেও কোনো কুণ্ঠাবোধ করছে না।’

রুহুল কবীর রিজভী বলেন, ‘মুন্সীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকার দলীয়দের চমৎকার সহযোগিতার করছে। পুলিশ ভোটকেন্দ্রে ভোটাররা যেন যেতে না পারে, তার সব ব্যবস্থা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কোনো উদ্যোগ না নেওয়ায় মুন্সীগঞ্জের দুটি উপজেলায় (যেখানে নির্বাচন হচ্ছে) এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’

এছাড়া অন্যান্য উপজেলাও বিএনপি সমর্থিত এজেন্টদের বের করে দেওয়াসহ দলবাজ পুলিশ কর্মকর্তারা নিজেরাই ব্যালেট পেপারে সিল মারছে। পরিকল্পিতভাবে বেশ কয়েকটা কেন্দ্রের ভোট অন্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। যাতে করে মানুষ ভোট না দিয়ে বাড়ি চলে যায় যোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবদুস সালাম আযাদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ