বাহরাইনে আগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাহরাইনের রাজধানী মানামার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে মানামার মাখারকা এলাকায় এ ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের সংশ্লিষ্ট ডেস্কের কর্মকর্তারা নিহতদের মধ্যে দুজনের নাম জানাতে পেরেছেন। এরা হলেন মোশাররফ হোসাইন ও আবু জালাল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার পর তিন তলা ভবনে আগুন লাগলে তিনজন নিহত হন।