বিতর্কিত প্রার্থীর কারণে ঢাকা বারে আ’লীগের ভরাডুবি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে বিজয়ী হয়েছে। সভাপতি পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. মহসিন আলী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন জসিম।আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে মাত্র ছয়টি সদস্য পদে বিজয়ী হয়েছেন।
বিএনপি সমর্থিত আইনজীবীদের জয়ের কারণ অনুসন্ধানে জানা গেছে, পুরো বছর জুড়েই বিএনপি সমর্থিত আইনজীবীরা মাঠে ছিলেন।সরকার বিরোধী আন্দোলন, জনগণের অধিকার আদায় ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা কাজ করেছেন।সাধারণ আইনজীবীদের সঙ্গে নিজেদের সুখ দুঃখ বিনিময় করেছেন।
যে কারণে ভোটাররা বিএনপি সমর্থিত আইনজীবীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। একাধিক শীর্ষ স্থানীয় বিএনপিপন্থী আইনজীবী এবিসি নিউজ বিডিকে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা বারের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। যোগ্য প্রার্থীদের তিনি মনোনীত করেছেন। যে কারণে বিএনপি এই নির্বাচনে ভালো ফল করেছে।
অপরদিকে আওয়ামী লীগের ভরাডুবির কারণ অনুসন্ধানে জানা যায়, সভাপতি, সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত লোককে মনোনয়ন দেয় দলটি।এসব প্রার্থীদের রাজনীতির চেয়ে অর্থের দিকেই ছিল নজর।নাম মাত্র আওয়ামী লীগ করা লোকদের মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের ভরাডুবিরও একটি কারণ। আর আওয়ামীপন্থী সিনিয়র আইনজীবীদের বিতর্কিত ভূমিকা ও পুরো বছর জড়ে মাঠে না থাকার কারণে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে।
ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবিসি নিউজ বিডিকে বলেন, “সাধারণ ভোটারদের ধন্যবাদ। তারা আমাদের বিজয়ী করেছে।আমরা দীর্ঘদিন কাজ করছিলাম। আর ম্যাডাম খালেদা জিয়া নির্বাচনে যোগ্য প্রার্থী দেয়ায় আমাদের এই বিজয় হয়েছে।
তবে আওয়ামীপন্থী শীর্ষস্থানীয় কোনো আইনজীবী নেতা নির্বাচনে ভরাডুবির ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
শুক্রবার দুপুর দেড়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুর ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মহসিন মিয়া ৪ হাজার ৩৮৮ ভোট পেয়ে সাদা প্যানেলের সাইদুর রহমানকে ১ হাজার ১৯৮ ভোটে পরাজিত করেছেন। আর সাধারণ সম্পাদক পদে মুসলেম উদ্দিন জসিম ৩ হাজার ৬২৬ ভোট পেয়ে মো. মোশারফ হোসেনকে ৩১০ ভোটে পরাজিত করেছেন।
নীল প্যানেলের হয়ে সিনিয়র সহসভাপতি পদে আইনজীবী রেজাউল করিম নিজাম, সহসভাপতি পদে জহির রায়হান জসিম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহসাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দফতর সম্পাদক পদে শহীদ গাজী বিজয়ী হয়েছেন।
সাধারণ সদস্যের ১৫ পদের মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবীরা নয়টি পদে জিতেছেন। এরা হলেন- মো. আব্দস সালাম তালুকদার, আনোয়ারুল ইসলাম, আরিফুল হক রনি, আজিজুল হক, আজমত হোসাইন, সিহাব উদ্দিন, নাসরিন বেগম, আবুল কালাম, শাহজাদি কোহিনুর।
আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের হয়ে আইনজীবী আন্না কলি, শাহাদত হোসাইন, মনিরা বেগম, সামিনা আক্তার, আকতরুজ্জামান, ও তাসলিমা ইয়াসমিন জিতেছেন। তবে ট্রেজারার পদে নীল প্যানেলের মো. শামসুজ্জামান ভোট গণনায় এগিয়ে থাকলেও সাদা প্যানেলের মকবুল হোসেন আপত্তি জানান। যার পলে এ পদের ফলাফল স্থগিত করা হয়েছে। শনিবার এ পদের ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন অফিস থেকে জানানো হয়েছে।